শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কিন্ডার হিল্পস্ ওর্য়্যাক সংস্থার স্পন্সরপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠিত বিডি হেডলাইন্স ২৪ ডট কম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত বসতবাড়ির আঙ্গিনায় ফুটেছে দৃষ্টিনন্দন ফুল বাগান বিলাস! অযত্ন আর অবহেলায় তালগাছ এখন নিশ্চিহ্ন! জেলা শিল্পকলা একাডেমির জন্য ডিসি পার্কে প্রয়োজনীয় পরিমাণ জমি বরাদ্দের আবেদনপত্র! জারুল ফুলের মুগ্ধতা ছড়াচ্ছে সুপারি বাগানে সাথী ফসল চাষে বাড়তি আয়! গ্রামীণ খেলাধূলা আজ প্রায় বিলুপ্তির পথে

‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন

আলোর মনি রিপোর্ট
  • প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ১০৮ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা রাশেদ, হেলাল হোসেন কবির ও মোয়াজ্জেম হোসেন: লালমনিরহাটে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসনক আবু জাফর।

 

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সেনা মৈত্রী মার্কেট থেকে জেলখানাগামী হয়ে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করা হয়। সড়ক রক্ষণাবেক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’-এ স্লোগানকে সামনে রেখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম ও এলজিইডির প্রধান প্রকৌশলীর নির্দেশে প্রকল্পের কার্যক্রম বাস্তবে রুপ দিতে লালমনিরহাট এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা বদ্ধপরিকর বলে জানান লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান।

 

তিনি আরো বলেন, ‘মুজিব বর্ষের এই চেতনাকে ছড়িয়ে দিতে এবং টেকসই সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। সেই সাথে দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেককে দুর্নীতিকে না করার নির্দেশনা প্রদান করা হয়েছে।’

 

সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন পরবর্তী সময়ে স্থানীয় লোকজন এবং এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আমরা প্রত্যেকেই নিজেরা দুর্নীতি, অনিয়ম ও সমাজ বিরোধী কর্মকান্ড করবো না। প্রত্যেকটি রাস্তাকে নিজের সন্তানের মতো দেখে আমরা সঠিক ভাবে কাজ করবো এবং সড়কের যত্ন করবো।’

 

এ সময় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী ইনছাফুল হক সরকারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102