শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভূট্টার ব্যাপক আবাদ ও বাম্পার ফলনের সম্ভাবনা ‎বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ও বিশেষ সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত বিজিবি ও সীমান্ত ব্যাংকের যৌথ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত ‎ধান ও ভুট্টা ছেড়ে লালমনিরহাটে অবাধে বিষপাতা তথা তামাক পাতার চাষ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত ‎ইটভাটা গিলছে লালমনিরহাটের তিন ফসলি জমি ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লালমনিরহাটে ‎শীতে জুবুথুবু অবস্থা আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
‎বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত

‎বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত

কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১২ জানুয়ারি) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।

‎সোমবার (১২ জানুয়ারি) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ বালারহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

‎উক্ত বৈঠকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম পিএসসি এবং প্রতিপক্ষ ৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কে কে রাও অংশগ্রহণ করেন।

‎পতাকা বৈঠকে সীমান্ত পিলার ৯৩৪ সংলগ্ন সীমান্তের ১৫০ গজের মধ্যে ভারতের অভ্যন্তরে চলমান রাস্তা সংস্কার কার্যক্রম বিষয়ে বিজিবি পক্ষ থেকে আপত্তি জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের যেকোনো নির্মাণ কার্যক্রমের পূর্বে বিজিবিকে অবহিতকরণ করা এবং উভয় দেশের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে জয়েন্ট সার্ভে টিম কর্তৃক চলমান কাজের স্থান পরিদর্শনের কথা উপস্থাপন করা হয়।

‎প্রত্যুত্তরে বিএসএফ পক্ষ জানায় যে, উক্ত স্থানে কেবল রাস্তা মেরামতের কাজ করা হচ্ছে এবং কোনো প্রকার রাস্তা প্রশস্তকরণ কার্যক্রম বর্তমানে চলমান নেই। ভবিষ্যতে রাস্তা প্রশস্তকরণ বা অনুরূপ কোনো কাজ গ্রহণের পূর্বে বিজিবিকে অবহিত করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

‎এছাড়াও বাংলাদেশ পার্শ্বে শিমুলবাড়ী বিওপি সংলগ্ন নাগেশ্বরী সংযোগ সড়ক পাকাকরণ বিষয়ে আলোচনা হয়, যেখানে বিএসএফ পক্ষ প্রস্তাবনা প্রাপ্তি সাপেক্ষে নৈতিক বিবেচনার আশ্বাস প্রদান করে।

‎এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, সীমান্ত নীতিমালা ও দ্বিপাক্ষিক সমঝোতা লঙ্ঘন করে কোনো কার্যক্রম গ্রহণ বিজিবি কখনোই মেনে নেবে না। সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা কঠোর ও পেশাদার অবস্থানে থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone