লালমনিরহাটে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ও বিশেষ সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাটের শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি চত্ত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ গীতা পাঠ প্রতিযোগিতা ও বিশেষ সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বাবু হিরালাল রায়-এঁর সভাপতিত্বে গীতা পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি পরেশ চন্দ্র রায়-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও লালমনিরহাট সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শিবেন্দ্র নাথ রায় কার্জী শিবু। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি বাবু দুলাল চন্দ্র কর্মকার, বাবু জগন্নাথ ঘোষ, সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রতিযোগিদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।