শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১জন আটক লালমনিরহাট জজ কোর্টের মুহুরী বাবলু’র ইন্তেকাল শীতবস্ত্রের দোকান জমে উঠেছে ‎প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সীমান্তে মাদক চোরাকারবারী বাংলাদেশী যুবক পূনরায় গুলিবিদ্ধ ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ২জন আসামী আটক বার্ষিক মূল্যায়ণ পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ধরলা নদী তীরে বিএসএফ’র রাস্তা সংস্কারের বিষয়টি গুজব
সীমান্তে মাদক চোরাকারবারী বাংলাদেশী যুবক পূনরায় গুলিবিদ্ধ

সীমান্তে মাদক চোরাকারবারী বাংলাদেশী যুবক পূনরায় গুলিবিদ্ধ

লালমনিরহাট সীমান্তে মাদক চোরাকারবারী বাংলাদেশী যুবক পূনরায় গুলিবিদ্ধ হয়েছে।

‎বুধবার (৭ জানুয়ারি) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।

‎প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয় যে, ৭ জানুয়ারি রাত ১২টা ১০মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার গোতামারী ইউনিয়নের দৈখাওয়া বিওপির একটি টহলদল নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালীন হঠাৎ গুলির শব্দ শুনতে পায়। তাৎক্ষণিকভাবে টহলদল সীমান্ত পিলার নং ৯০২-এর নিকটবর্তী এলাকায় গমন করে দেখতে পায়, কয়েকজন লোক ছোটাছুটি করছে এবং গুলিবিদ্ধ এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

‎পরবর্তীতে উক্ত গুলিবিদ্ধ ব্যক্তিকে বিজিবির তত্ত্বাবধানে এ্যামবুলেন্সে করে রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়। তদন্তে জানা যায় যে, আহত ব্যক্তির নাম মোঃ রনি (২২)। সে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার গোতামারী গ্রামের মোঃ হারুন অর রশিদের ছেলে। সে এলাকায় মাদক বহনকারী হিসেবে চিহিৃত।

‎উল্লেখ্য, গত বছরের ২২ ডিসেম্বরে বিএসএফ এর ছররা গুলিতে আহত হয়ে আত্মগোপনে চলে যান। তার বাড়িতে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী গমণ করলেও, তার বাবা প্রথমে তার উপস্থিতির কথা অস্বীকার করেন এবং পরে সে পলাতক অবস্থায় থাকে। বর্তমানে সে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তার অবস্থা আপাতত আশংকা মুক্ত। তার বিরুদ্ধে বিজিবি কর্তৃক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, বারবার সতর্ক করা সত্ত্বেও সীমান্ত এলাকায় এ ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড অত্যন্ত হতাশাজনক। তিনি স্থানীয় জনসাধারণ এবং জনপ্রতিনিধিদেরকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধের লক্ষ্যে সর্বদা বিজিবিকে সহায়তা করার জন্য আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone