লালমনিরহাটে বার্ষিক মূল্যায়ণ পরীক্ষার ফলাফল ঘোষণা-২০২৫ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাটের স্কুল প্রাঙ্গণে বার্ণহার্ডট ইনক্লুসিভ স্কুলের আয়োজন এ ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সুইড বাংলাদেশ লালমনিরহাট শাখার সভাপতি ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, সদস্য সচিব সুপেন্দ্র নাথ দত্ত, নির্বাহী সদস্য বেলাল হোসেন, বার্ণহার্ডট্ ইনক্লুসিভ স্কুলের অধ্যক্ষ স্বপ্না জামানসহ শিক্ষকমন্ডলী, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতেই সাবেক ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনায় ১মিনিট নিরবতা পালন করা হয়।
পরে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।