লালমনিরহাট রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার নিজস্ব ভবনে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে।
সোমবার (৫ জানুয়ারি) বাদ যোহর লালমনিরহাটের হাড়ীভাঙ্গাস্থ লালমনিরহাট রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার আয়োজনে এ নতুন ভবন ও মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মোস্তফা, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান উপদেষ্টা আলহাজ্ব নিয়াজ আহমেদ রেজা, অত্র মাদ্রাসার পরিচালক মোঃ মাহবুবুল ইসলাম মন্ডল, অধ্যক্ষ ওবায়দুল ইসলাম মুকুল প্রমুখ। এ সময় অত্র মাদ্রাসার পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।
বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ সাইফুল ইসলাম।