বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং লালমনিরহাট-৩ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, “আপনাদের সহযোগিতা চাই।”
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়স্থ হামার বাড়িতে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে লালমনিরহাট জেলা সাংবাদিকবৃন্দের সাথে- মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আরও বলেন, “আমরা কেউ সমালোচনা নিতে পারিনা, কাজ করলে সমালোচনা থাকবে, সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, সমালোচনা থেকে শিক্ষা না নেওয়ার কারণে হাসিনাকে পালাতে হয়েছে, তারেক রহমানের উদার মানবিকতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, সর্বপরি অবহেলিত লালমনিরহাটকে এগিয়ে নিতে হলে আপনাদের সহযোগিতা আমার লাগবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লালমনিরহাটের জ্যেষ্ঠ সাংবাদিক গোকুল চন্দ্র রায়, আবদুর রব সুজন, এস এম আবু হাসনাত রানা, আনোয়ার হোসেন স্বপন, একেএম মঈনুল হক মঈন, দৈনিক চিত্র লালমনিরহাট প্রতিনিধি হেলাল হোসেন কবির, সাপ্তাহিক আলোর মনি সম্পাদক মাসুদ রানা রাশেদ প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, দপ্তর সম্পাদক জয়নুল আবেদিন স্বপন, লালমনিরহাট পৌর বিএনপি’র সভাপতি আফজাল হোসেনসহ লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রশ্ন, প্রস্তাব, সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন কথার উত্তর দেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।