লালমনিরহাটে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে লালমনিরহাট জেলার অবস্থা পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) লালমনিরহাট সাধারণ পাঠাগারে বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থা, বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) ও ডাব্লিউবিবি ট্রাস্টের আয়োজনে পর্যালোচনা অনুষ্ঠিত হয়।
বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থার এনামুল হক টিপু-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী চিত্তরঞ্জন রায় মন্টু। এতে বিশেষ অতিথি ছিলেন সংবাদকর্মী তৌহিদুল ইসলাম লিটন। এ সময় বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থা, বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) ও ডাব্লিউবিবি ট্রাস্টের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।