লালমনিরহাটে ২৮ অক্টোবর শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৩টা ৩০মিনিটর লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার নায়েবে আমীর মাওঃ মোঃ হাবিবুর রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও জেলা আমীর অ্যাড. আবু তাহের। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর-রংপুর অঞ্চলের ইউনিট সদস্য ও সাবেক আমীর অ্যাড. আব্দুল বাতেন, সহকারী সেক্রেটারি ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম, ব্যবসায়ী শাখার দায়িত্বশীল নিয়াজ আহমেদ রেজা, লালমনিরহাট জেলা জামায়াতের ইউনিট সদস্য আব্দুল্লাহ ইবনে সমশের, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার দায়িত্বশীল মোঃ আলী আজম, সূরা সদস্য, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি এবং পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউল ইসলাম ফাতেমী পাভেল। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও তৃনমুল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রক্তাক্ত ইতিহাস। এই দিনে ৭ শহীদের হত্যার বিচারসহ বাংলাদেশের সকল হত্যার বিচার করতে হবে। আগামী সংসদ নির্বাচনে দূর্নীতি মূক্ত সরকার গঠন। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে। একটি সুন্দর রাষ্ট্র পরিচালনায় সহযোগিতার আহবান জানিয়েছে। সেই সাথে যে কোন আন্দোলনে সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহবান জানান।