লালমনিরহাটে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ ও গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুর।
মঙ্গলবার (২৮ অক্টোবর) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
মাদক নির্মূলে র্যাব ১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৮টায় র্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন ভেলাগুড়ী ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামস্থ জনৈক মোঃ মশিউর রহমান (২২) এর বসত বাড়ীতে তল্লাশী পরিচালনা করে আসামির শয়নকক্ষের খাটের নীচ হতে প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৬শত ৩৭টি বোতল এস্কাফ ও ৪.১৫০কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ মশিউর রহমান (২২), পিতা- মোঃ আইয়ুব আলী, সাং- পূর্ব কাদমা, পোষ্ট- ভেলাগুড়ী, থানা- হাতীবান্ধা, জেলা- লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি মোঃ মশিউর রহমান (২২) অত্যন্ত কৌশলে ফেনসিডিল, এস্কাফ, গাঁজা ইত্যাদি মাদকের ব্যবসা করে আসছিলো।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিকে ও জব্দকৃত আলামত লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।