শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে দিনব্যাপী বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত লালমনিরহাটে কাব হলিডেতে “শেখ হাসিনার” সাক্ষরযুক্ত সনদ বিতরণ লালমনিরহাট জেলা সমিতি ঢাকা’র উন্নয়ন ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমনিরহাটে শোভাবর্ধন করেছে জবা ফুলগাছ লালমনিরহাটে হত্যা মামলায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার লালমনিরহাটের সাংবাদিকের পিতা মরহুম আফজাল হোসেনের কবর জিয়ারত অনুষ্ঠিত লালমনিরহাটে ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত রোপা-আমন ধান ও সবজি ক্ষেত লালমনিরহাটে কোদালখাতা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত লালমনিরহাটে নানামূখী ষড়যন্ত্রের প্রতিবাদে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন, সুষ্ঠ তদন্তের দাবি
‘জাতীয় পার্টিকে সুসংগঠিত করাই এখন প্রধান কাজ’

‘জাতীয় পার্টিকে সুসংগঠিত করাই এখন প্রধান কাজ’

-লালমনিরহাটে মোস্তফা সেলিম বেঙ্গল

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: মোস্তফা সেলিম বেঙ্গল বলেছেন, ‘জনগণ ও দেশের কল্যাণ করতে চাইলে সবার আগে জাতীয় পার্টিকে সুসংগঠিত করাই এখন প্রত্যেক নেতাকর্মীর প্রধান কাজ। সরকার আসবে-যাবে। এতে অযথা মাথা নষ্ট করার কিছু নেই। আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধু এইচএম এরশাদের উন্নয়নের চিত্র জগণের সামনে তুলে ধরে জাতীয় পার্টির অতীত ঐতিহ্য ফিরে আনতে হবে।’

 

সোমবার ২১ সেপ্টেম্বর দুপুরে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক কমিটির পরিচিতি সভায় কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি মোস্তফা সেলিম বেঙ্গল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, ‘বিএনপি-জামায়াত বাংলাদেশে আর কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না। সেই শক্তিও তাদের নেই। একমাত্র জাতীয় পার্টিই সরকারে যেতে পারে। তবে যদি আমরা জনগণের দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের বিশ্বাস অর্জন করতে পারি। তাহলে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের চিন্তা-ভাবনা করে দেখা যাবে। এজন্য অবশ্যই দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।’

 

বিশেষ অতিথির বক্তব্যে সহ-অর্থ বিষয়ক সম্পাদক অ্যাড. আবু তৈয়ব বলেন, ‘জনগণের পার্টি পল্লীবন্ধুর এইচএম এরশাদের স্বপ্ন জাতীয় পার্টি। এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় দলকে শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তরুণ সমাজ আমাদের প্রাণশক্তি। তাদের উপর ভর করে আগামী দিনে জাতীয় পার্টিকে সুসংহত করে বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য প্রত্যেক নেতাকর্মীকে লোভ-লালসা ও দলীয় পদপদবির মায়া ছেড়ে পাড়া-মহল্লায় সংগঠন মজবুত করতে হবে।’

 

জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সদস্য সচিব সেকেন্দার আলী, লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আকবর আলী, জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব হুমায়ুন কবীর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone