লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন এলাকা হতে ২০কেজি গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুর।
র্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০মিনিটে র্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন টংভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের ব্যবহৃত প্রাইভেট কার তল্লাশী করে প্রাপ্ত ২০কেজি গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ী মোঃ শাহীন হাওলাদার (২৫), পিতা- মোঃ সাইদুর রহমান, সাং- কানুদাসকাঠি, থানা- রাজাপুর, জেলা-ঝালকাঠি ও মোঃ রবিন ইসলাম (১৯), পিতা- মোঃ লাজু ইসলাম, সাং- বড় সংগলশী, থানা- নীলফামারী সদর, জেলা- নীলফামারী এবং মোঃ রকিব (২৩), পিতা- আঃ সালাম, সাং- সাহাপাড়া, থানা- নীলফামারী সদর, জেলা- নীলফামারীদের’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
“বাংলাদেশ আমার অহংকার”-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।