লালমনিরহাটে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসুলআল্লাহ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষ্যে- আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাটের শহীদ সোহরাওয়ার্দী মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক কাজী মাওঃ মোঃ গোলাম মোস্তফা, সদস্য সচিব মাওঃ মোঃ মফিদুল ইসলাম মিন্টুসহ লালমনিরহাট জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস। মহানবী (সাঃ)-এর দেখানো আদর্শ মেনে চললেই সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।
উল্লেখ্য যে, আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এঁর জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।