লালমনিরহাটে ডিবি পুলিশ কর্তৃক জেলার বহুল আলোচিত ও একাধিক স্কুলেস ছিনতাই মামলার আসামী গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন।
লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা লালমনিরহাট এর একটি আভিযানিক দল বিগত কয়েক দিন যাবত ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনার তথ্য (বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্য) বিশ্লেষণ পূর্বক গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অদ্য ০৪/০৯/২০২৫ খ্রিঃ তারিখ বিভিন্ন সময় লালমনিরহাট জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া লালমনিরহাট সদর এবং আদিতমারী থানার ছিনতাই ও চুরি মামলার আসামী ১। মোঃ মাসুদ রানা (১৮), পিতা- মোঃ আঃ খালেক, মাতা- মোছাঃ মাহফুজা বেগম, সাং- চড়িতা বাড়ী, ইউপি- কমলাবাড়ী থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাটকে গ্রেফতার করা হয়। উপরোক্ত আদিতমারী থানার মামলা নং- ০৪/২৬৬, তাং- ০৩/০৯/২০২৫ খ্রিঃ তারিখ মামলা রুজু পরবর্তীতে বাদীনিকে জিজ্ঞাসাবাদে ডিবি লালমনিরহাটের অভিযাত্রিক দল জানতে পারেন যে, বাদীনি ইজিবাইক থেকে নেমে জামুরটারী নামক স্থানে মহাসড়ক পার হওয়ার প্রাক্কালে অজ্ঞাতনামা একজন কালো হেলমেট পরিহিত যুবক কালো রংয়ের মোটর সাইকেল যোগে বাদীনির সামনে মোটর সাইকেল দাড় করাইয়া পথরোধ করে। তারপর বাদীনি কোন কিছু বুঝে উঠার আগেই অজ্ঞাতনামা আসামী বাদীনির ডান হাতে থাকা কফি কালারের ভ্যানিটি ব্যাগ কাড়িয়া লইয়া দ্রুত মোটর সাইকেল চালাইয়া সাপ্টিবাড়ী অভিমুখে চলিয়া যায়। উক্ত ব্যাগের ভিতরে বাদীনির নগদ ৩৮,২০০/- টাকা সহ একটি স্মার্ট মোবাইল ফোন ছিল যাহার আইএমইআই (১) ৮৬৬৪৩৭০৭৮৫৩৩৫৭৪, (২) ৮৬৬৪৩৭০৭৮৫৩৩৫৬৬, মূল্য ১১,৯৯৯/-(এগার হাজার নয়শত নিরানব্বই টাকা তারপর বাদীনি বহনকৃত অটোবাইক চালককে চিৎকার করিয়া থামায় এবং উক্ত অটো বাইকে সাপ্টিবাড়ী বাজার পার হওয়ার পর অজ্ঞাতনামা আসামীকে আর দেখতে পায় নাই। পরে বাদীনি অটোবাইকে থাকা যাত্রীর মোবাইল ফোনের মাধ্যমে ঘটনার বিষয়ে বাদীনি তার স্বামীকে অবহিত করে এবং স্বামীসহ অজ্ঞাতনামা হেলমেট পরিহিত আসামীকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করিয়া কোন সন্ধান পায় নাই। ঘটনার সহিত জড়িত অজ্ঞাতনামা আসামীর সন্ধান করিয়া না পাওয়ায় বাদীনি থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি ছায়া তদন্তে ডিবি লালমনিরহাটের অভিযাত্রিক দল অনুসন্ধানকালে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত আসামীকে গ্রেফতার করেন। উক্ত গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুদ রানা ইতিপূর্বে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানা, আদিতমারী থানার বিভিন্ন এলাকায় যেমন- দুড়াকুটি বাজার, মহেন্দ্রনগর, এয়ারপোর্ট রোড, হাড়ীভাঙ্গাসহ অন্যান্য এলাকায় একই কায়দায় একাধিক ছিনতাই করার কথা স্বীকার করেছেন। ধৃত আসামী পূর্বের ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকার কারনে পূর্ববর্তী রুজুকৃত মামলায় গ্রেফতার দেখানো কার্যক্রম প্রক্রিয়াধীন। জেলা গোয়েন্দা শাখা লালমনিরহাট এর অপর আরেকটি আভিযানিক দল ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ০৩ (তিন) টি মোটর সাইকেল, ২ (দুইটি) হেলমেট, ০১ (একটি) হাতঘড়ি, বিভিন্ন সময়ে আসামীর পরিহিত বিভিন্ন ধরনের পোষাক, ০১টি এনড্রয়েড মোবাইল, ০৩ (তিনটি) বাটন মোবাইল এবং বাদীনির লুষ্ঠিত হওয়া টাকার মধ্যে ২৮,২০০/- (আটাশ হাজার দুইশত) টাকা উদ্ধার করা হয়। পূর্ববর্তী অন্যান্য ঘটে যাওয়া ছিনতাইয়ের তথাগুলি পর্যালোচনাসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।