লালমনিরহাটে প্রিয়াংকা ডিজাইন ঘর এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে লালমনিরহাটের জেল রোডস্থ সেনা মৈত্রী হকার্স মার্কেটে এ প্রিয়াংকা ডিজাইন ঘর এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন দৈনিক আজকের দর্পণ লালমনিরহাট সংবাদদাতা এস. আর. শরিফুল ইসলাম রতন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) লালমনিরহাট সংবাদদাতা বিপুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি নিয়ন দুলাল, আরটিভি সংবাদদাতা মিজানুর রহমান মিজান। এ সময় দৈনিক গণজাগরণ লালমনিরহাট প্রতিনিধি কল্লোল আহমেদ, দৈনিক আমার সংবাদ আদিতমারী সংবাদদাতা সাদেকুল ইসলাম, দৈনিক আলোকিত সকাল লালমনিরহাট প্রতিনিধি আরিফ রিপন, দৈনিক আজকের সংবাদ লালমনিরহাট প্রতিনিধি সাধন রায়, দৈনিক লাখো কণ্ঠ লালমনিরহাট প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দৈনিক বাংলাদেশ বুলেটিন লালমনিরহাট সংবাদদাতা রকিবুল ইসলাম রুবেল দৈনিক দেশ বুলেটিন অনলাইন প্রতিনিধি সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রিয়াংকা ডিজাইন ঘরের প্রোঃ শ্রী শ্যামল চন্দ্র রায় বলেন, গ্রাহকদের চাহিদা পূরণে সর্বোচ্চ মানের সেবা দেওয়ার চেষ্টা করবেন তারা।
উদ্যোক্তা চয়ন কুমার রায় বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানসম্মত ডিজাইন ও কাঠের পণ্য সামগ্রী তৈরি করাই তাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, এখানে টু-ডি ও থ্রি-ডি মানসম্মত ডিজাইন তৈরির কাজ হবে, যা স্থানীয়ভাবে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
উদ্বোধন উপলক্ষে ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় ব্যবসায়ী মহল আশা করছে, এ উদ্যোগ লালমনিরহাটে কাঠের কাটপণ্য শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে।
উল্লেখ্য যে, “প্রিয়াংকা ডিজাইন ঘর” ভাই ভাই ট্রেডার্স এর অঙ্গ প্রতিষ্ঠান।