লালমনিরহাটের তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয় এর সিনিয়র সহকারী শিক্ষক (ইংরেজি) জনাব মোঃ আরশাদুল আলম ও অফিস সহায়ক জনাব মোঃ ছদরুল আলম এর অবসর জনিত- বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টায় লালমনিরহাটের তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের হলরুমে তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকার-এঁর সভাপতিত্বে তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজাহান আলী-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মুরাদ হোসেন, কাজীর চওড়া বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম খাঁন, বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সম্পাদক মোঃ আব্দুল মজিদ, বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার সম্পাদক দীনেশ চন্দ্র রায়। বক্তব্য রাখেন তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাকিব হাসান সীমান্ত, সহকারী শিক্ষক এটিএম সাফায়েতুর রহমান দীপন, তিস্তা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আলেফ উদ্দিন, কুর্শামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর ইসলাম প্রমুখ। এ সময় তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে লালমনিরহাটের তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (ইংরেজি) অবসরপ্রাপ্ত জনাব মোঃ আরশাদুল আলম ও অফিস সহায়ক জনাব মোঃ ছদরুল আলম অবসরপ্রাপ্তকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের সৌজন্যে প্রদান করা হয়।