শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পানিতে নিমজ্জিত বিস্তীর্ণ ফসলের ক্ষেত, দুশ্চিন্তায় লালমনিরহাটের কৃষকেরা!

পানিতে নিমজ্জিত বিস্তীর্ণ ফসলের ক্ষেত, দুশ্চিন্তায় লালমনিরহাটের কৃষকেরা!

বিগত কয়েক দিনের টানা বৃষ্টিতে লালমনিরহাটের বিভিন্ন নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছিল। নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চল প্লাবিত হয়েছিল। পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হচ্ছে বিস্তীর্ণ এলাকার ফসলের ক্ষেত। এতে বিপাকে পড়েছেন কৃষকেরা।

 

লালমনিরহাটে ৯শত ৭৮হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসল নিমজ্জিত হয়েছে। এতে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছে।

 

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বন্যায় লালমনিরহাটের ৯শত ৭৮হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। পানি দীর্ঘস্থায়ী হলে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

 

কোদালখাতা গ্রামের কৃষক মোঃ কমল কান্তি বর্মণ ও হান্নান আলী জানান, জমিতে রোপা আমন রোপণ করেছিলাম। কিন্তু বন্যার পানি এসে সব ফসল নিমজ্জিত হয়েছে। এতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

 

ফুলগাছ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব জানান, নিমজ্জিত ফসলের জমি ও কৃষকদের তালিকা তৈরি করা হয়েছে।

 

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, তৃতীয় দফার বন্যায় লালমনিরহাট জেলার ৯শত ১৫হেক্টর আমন ক্ষেত ও ৬৩হেক্টর অন্যান্য ফসল নিমজ্জিত হয়েছে; যার সামান্য কিছু নষ্ট হলেও নতুন করে রোপণ করার সময় রয়েছে।

 

বন্যায় ক্ষতির পরিমাণ সীমিত দাবি করে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন বলেন, পানি পুরোপুরি নেমে গেলে সংরক্ষিত আমনের চারা আবার রোপণ করা যাবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone