লালমনিরহাটে রাস্তায় বালু রেখে কৃত্রিমভাবে দুর্ঘটনা সৃষ্টিতে রিমি হত্যা ও আহতদের জন্য বিচার এবং সুষ্ট তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টায় লালমনিরহাটের ফকিরের তকেয়া বাসস্ট্যান্ডে লালমনিরহাটের সাধারণ ছাত্র জনতার আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব মোঃ হামিদুর রহমান প্রমুখ। এ সময় ওয়ারিয়র্স অফ জুলাই লালমনিরহাট জেলা শাখার সংগঠক বিপ্লব হোসেনসহ লালমনিরহাটের সাধারণ ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব মোঃ হামিদুর রহমান বলেন, রিমি হত্যার সুষ্ট বিচার এবং আহতদের চিকিৎসা ও দায়ীদের গ্রেফতার না করা হলে ৭২ঘণ্টার মধ্যে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এছাড়াও সুষ্ট তদন্তের সাপেক্ষে রিমি হত্যার বিচার, তিস্তা কুড়িগ্রাম মহাসড়ক অতি দ্রুত প্রসস্ত করা ও হাইওয়ে রাস্তার ধারে সকল প্রকার ব্যক্তি মালিকানাধীন মালামালের উচ্ছেদের দাবি জানানো হয়েছে।