লালমনিরহাট জেলা শহরের অধিকাংশ বিপণি বিতানে অগ্নিনির্বাপণ যন্ত্র নেই। এগুলো নির্মাণের ক্ষেত্রে ইমারত নির্মাণ বিধিমালাও যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এ কারণে আগুন লাগলে জানমালসহ সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন-২০১৩ অনুযায়ী, বহুতল ও বাণিজ্যিক ভবনে নিজস্ব স্থায়ী অগ্নিনির্বাপণ ব্যবস্থা, পানির পাম্প, ভবনে ওঠানামার সমতল পথ (র্যাম্প), দুটি করে প্রশস্ত সিঁড়ি, ভবনের ওপরে ও নিচে পানি সংরক্ষণের ব্যবস্থা থাকতে হবে।
জানা গেছে, লালমনিরহাট জেলা শহরের বড় বড় কয়েকটি বিপণিবিতান রয়েছে। এসব বিপণিবিতানের অধিকাংশেই অগ্নিনির্বাপণ যন্ত্র নেই। সেই সঙ্গে বিপণিবিতানগুলোতে একাধিক সিঁড়িও নেই। এসব বিপণিবিতানে প্রতিদিন অসংখ্যক মানুষ কেনাকাটা করতে যান। এ কারণে আগুন লাগলে প্রাণহানির ঝুঁকি বেশি।