শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে ফল উৎসব-২০২৫ অনুষ্ঠিত লালমনিরহাট জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপির কর্মীকে কারাদণ্ড, প্রতিবাদে থানা ঘেরাও করে হামলা ভাংচুর : ৮ পুলিশসহ আহত অন্তত ২০ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় রিকশাচালক গ্রেফতার চাকরিচ্যুত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি ঐতিহ্যবাহী মোগলহাট জিরো পয়েন্ট এখন শুধুই স্মৃতি; দর্শনার্থীদের ভিড় সময়ের প্রয়োজনে ও রক্তের বিনিময়ে এনসিপি গঠিত হয়েছে- লালমনিরহাটে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ভাষণ; ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন কালের আবর্তে বিলুপ্তির পথে মহিষ ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের অফিস পরিদর্শন
ফেসবুক লাইভে এসে শ্রমিকদল নেতার বিষপানে আত্মহত্যার চেষ্টা

ফেসবুক লাইভে এসে শ্রমিকদল নেতার বিষপানে আত্মহত্যার চেষ্টা

ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেছেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন শ্রমিক দল পাটগ্রাম উপজেলা শাখার আহবায়ক ওমর ফারুক (৪২)।

 

বুধবার (২৫ জুন) রাতে ফেসবুক লাইভে এসে তিনি বিষপান করেন পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

লাইভে আসার আগে ওমর ফারুক নিজের ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি আত্মহত্যার কারণ ব্যাখ্যা করেন।

 

সেখানে তিনি লেখেন, “আমি বিএনপি করে নিজের জীবন শেষ করে ফেললাম… আমি আর বাঁচতে চাই না। বিদায়…”

 

স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, লালমনিরহাট জেলা বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতার বিরুদ্ধে। তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান তিনি।

 

তার ভাষ্য মতে, পাটগ্রাম উপজেলা বিএনপিতে কিছু ‘সুযোগসন্ধানী’ ও ‘সুবিধাবাদী’ চাঁদাবাজের দখল চলে এসেছে। যারা দলের ক্ষতি ছাড়া আর কিছুই করছে না। দলের জন্য তিনি ত্যাগ স্বীকার করেছেন, মার খেয়েছেন, সংসার চালাতে হিমশিম খেয়েছেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেছেন তিনি।

 

তিনি আরও জানান, আগামীকাল তার মেয়ের এইচএসসি পরীক্ষা এবং এই পরিস্থিতিতে মেয়েটি পরীক্ষা দিতে পারবে কি না সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।

 

ওমর ফারুক তার ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানিয়েছেন, যেন ‘সুবিধাবাদীদের’ দল থেকে বাদ দেওয়া হয়।

 

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীরা বলছেন, ঘটনাটি মর্মান্তিক এবং তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া দরকার।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত ওমর ফারুকের শারীরিক অবস্থা গুরুত্বর। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

 

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পাটগ্রাম-হাতীবান্ধা আসনের বিএনপি সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছিলো। এমন খবর পেয়ে সে আবেগ প্রবণ হয়ে এই ঘটনা ঘটিয়েছে। আমরা তার খোঁজ খবর রাখছি। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, বিষয়টি আমিও জেনেছি। উনাকে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পরিবার কোন অভিযোগ করেনি এখনও। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone