শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে কর্মবিরতি অনুষ্ঠিত ১৬কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার অসহায় বিধবার জমি দখলের পায়তারা ভূমিদস্যুর গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিক্ষকদের উপর ন্যাক্কার জনক পুলিশি হামলার প্রতিবাদে- অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত ডিলারগণ কৃত্রিম সার সংকট সৃষ্টি করে দীর্ঘদিন যাবত উচ্চমূল্যে সার বিক্রয় করে এরই প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুভ উদ্বোধনী অনুষ্ঠিত ১০দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত ৭৩২বোতল এস্কাফ এবং ১০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
কৃষকের পাটক্ষেতে বিষাক্ত কীটনাশক নিক্ষেপ ৫জনের বিরুদ্ধে অভিযোগ

কৃষকের পাটক্ষেতে বিষাক্ত কীটনাশক নিক্ষেপ ৫জনের বিরুদ্ধে অভিযোগ

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কলাখাওয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মোজাম্মেল হক (৫৫) নামের এক দরিদ্র কৃষকের ১একর জমির পাটক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে।

 

এ বিষয়ে ওই এলাকার স্থানীয় ৫জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষক মোজাম্মেল হক তাঁর পৈতৃক জমিতে গত দুই বছর ধরে চাষাবাদ করে আসছেন। চলতি মৌসুমে তিনি ওই জমিতে তোষা জাতের পাট চাষ করেন। শুক্রবার (৬ জুন) বিকেলে জমি দেখে বাড়ি ফিরে যান তিনি। পর দিন শনিবার (৭ জুন) সকালে জমিতে গিয়ে দেখেন, সমস্ত পাট গাছ ঝলসে পড়ে আছে। পরে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, প্রতিপক্ষরা রাতের আঁধারে অতিরিক্ত মাত্রায় বিষাক্ত কীটনাশক ছিটিয়ে পাট গাছগুলো নষ্ট করে দিয়েছে। এতে প্রায় ১লক্ষ ৬০হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

 

মোজাম্মেল হকের দায়ের করা অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন- একরামুল হক (৩৬), রফিকুল ইসলাম (৩৮), খোকা মামুদ (৫৭), আসাদুল (৩২) এবং মাইদুল ইসলাম (৩০)। এরা সকলেই একই এলাকার বাসিন্দা।

 

অভিযোগে আরও বলা হয়েছে, প্রতিপক্ষরা জমিটি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছে এবং কৃষক মোজাম্মেল হককে প্রাণনাশের হুমকিও দিয়েছে। জমিটি মৌজা কলাখাওয়া, খতিয়ান নং-২০৭, দাগ নং-১১৭ ও ১১৪ মোট ১০০শতক বলে দাবি করেছেন তিনি।

 

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, পুরো জমির পাট গাছ ঝলসে গেছে। কিছু কিছু গাছে আংশিক পাতা থাকলেও তা থেকে কোনো উৎপাদনের আশা করা যাচ্ছে না।

 

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

ক্ষতিগ্রস্ত কৃষক মোজাম্মেল হক বলেন, অনেক কষ্ট করে ফসল লাগিয়েছিলাম। অথচ আমার সেই কষ্টের ফসল নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষরা। আমি থানায় অভিযোগ দিয়েছি। এখন সঠিক বিচার চাই।

 

স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল হালিম বলেন, সম্ভবত কেউ রাগের বশে অতিরিক্ত কীটনাশক ছিটিয়ে এ ক্ষতি করেছে। ঘটনা সম্পর্কে আমি অবগত।

 

একই এলাকার আরেক বাসিন্দা মতিয়ার রহমান বলেন, ঘটনার দু’দিন আগেও পাট গাছগুলো সবুজ ছিল। হঠাৎ দেখলাম, সব গাছ জ্বলে গেছে। ফসল উৎপাদনের কষ্ট আমরা কৃষকরাই জানি। দোষীদের অবশ্যই শাস্তি হওয়া উচিত।

 

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী বলেন, অভিযোগটি প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone