লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩১ মে) রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট জেলা শহরের আলোরুপা মোড়স্থ জেলা জাতীয় পার্টি কার্যালয়ে এ ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ বিষয়ে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রতন বলেন, আমরা গতকাল বিকেলে পার্টির চেয়ারম্যানের রংপুরের বাসভবনে হামলা-ভাংচুরের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করে অফিসে যাই। সেখানে রাত ৮টা পর্যন্ত অবস্থান করে নিজ নিজ বাড়িতে ফিরে যাই। রাত পোনে ১১টার দিকে সংবাদ পাই, আমাদের পার্টি অফিসে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।
লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহবায়ক আলমগীর চৌধুরী বলেন, সংবাদ পেয়ে গতকাল রাতেই অফিসে যাই। সব কিছু দেখে শুনে দলের ঊর্ধ্বতন নেতাদের কাছে ফোনে বিষয়টি জানাই। তিনি এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ ছাড়া এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
গতকাল রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, জাতীয় পার্টির কার্যালয়ের বাইরে পুড়ে যাওয়া আসবাবপত্র। কার্যালয়ের ভেতরে আসবাবপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। কার্যালয়ের বাইরে উৎসুক জনতার ভিড়। এ ছাড়া কয়েকজন পুলিশ সদস্যও সেখানে দেখা যায়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী বলেন, ঘটনার সংবাদ পেয়ে শনিবার রাতেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে রোববার (১ জুন) সকাল ৮টার দিকে রংপুরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় লালমনিরহাটের সেনা ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত সেনা কর্মকর্তা, লালমনিরহাট সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।