লালমনিরহাটের আদিতমারী উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) সকাল ১০টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আদিতমারী উপজেলা বিএনপির আয়োজনে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আদিতমারী উপজেলা বিএনপির সদস্য সচিব ছালেকুজ্জামান প্রামানিক ছালেক-এঁর সঞ্চালনায় আদিতমারী উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, সারাদেশের মানুষ নির্বাচনের জন্য ব্যাকুল হয়ে উঠেছে। শুধু অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস নিজে নির্বাচন চাচ্ছেন না। তারেক রহমানের ঘোষিত ডিসেম্বরে নির্বাচন ঘোষণা না দিলে অন্তর্বর্তীকালীন সরকার আর ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারের মধ্যে কোন পার্থক্য থাকবে না। শেখ হাসিনা সরকার যেভাবে পালিয়েছে ডিসেম্বরে নির্বাচন না দিলে এই সরকারের একই অবস্থা হবে।
তিনি আরও বলেন, কিছু ভুইভোড় রাজনৈতিক দলের কথা শুনে যদি নির্বাচন দিতে গরিমসি করা হয়। তাহলে শেখ হাসিনার মতো অবস্থা আপনাদের হবে। আপনারা পোর্ট দিবেন, করিডোর দিবেন এটা তো আপনাদের দায়িত্ব না। এটা নির্বাচিত সরকারের দায়িত্ব। জনগন যাদের রাষ্ট্র ক্ষমতা চালানোর ম্যানডেট দিবে তারা রাষ্ট্র পরিচালনা করবে।