জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর ও সুবিধাবাদী ভণ্ড আখ্যা দিয়ে দলটিকে প্রতিহতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেছেন, জাতীয় পার্টি বিরোধী দলে থেকে সব ধরনের সুযোগ-সুবিধা নিয়েছে এবং আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছে।
লালমনিরহাটের ৫টি উপজেলায় পথসভা ও লিফলেট বিতরণ কার্যক্রম শেষে বৃহস্পতিবার (২৯ মে) রাত ১০টার দিকে লালমনিরহাটের মিশন মোড়ে পথসভায় এ কথাগুলো বলেন সারজিস আলম।
সারজিস আলম বলেন, জাতীয় পার্টির সবচেয়ে বড় ভণ্ডদের মধ্যে একজন হচ্ছেন জি এম কাদের। এই জি এম কাদের ইলেকশনের ১৫ থেকে ২০দিন আগে ইন্ডিয়া যেত, ক্ষমতার নেগোসিয়েশন করতো, অর্থের নেগোসিয়েশন করতো। বাংলাদেশে এসে বিড়ালের মতো চুপ হয়ে যেত, ইলেকশন হতো, ডামি ইলেকশনে জাতীয় পার্টি বিরোধী দল হতো, আওয়ামী লীগকে তারা সরকারি দলের সমর্থন দিত।
তিনি বলেন, এই জি এম কাদেররা এখনও কীভাবে প্রকাশ্যে ঘোরে? এই জাতীয় পার্টি, এই যে ডামি আওয়ামী লীগ যারা, তারা এখনো কীভাবে বাইরে?
অসৎ পথে উপার্জন বন্ধের আহ্বান জানিয়ে এনসিপির নেতা সারজিস আলম বক্তব্যে বলেন, আপনি বিভিন্নভাবে লাখ টাকা, কোটি টাকা অসৎভাবে উপার্জন করেন। পরে দেখেন, আপনার সন্তান আর পড়াশোনা পারে না। তাকে পড়াতে হচ্ছে মাসে ৫০হাজার টাকা দিয়ে এই মিডিয়ামে, সেই মিডিয়ামে, তা-ও পাস করে না। আপনি দেখবেন একজন রিক্সাচালক চাচাকে, মাসে একবারও হাসপাতালে যেতে হয় না, বছরে একবারও পুরো শরীর চেক আপ করতে হয় না। আর আপনার পেটে একবার শব্দ হলে সিঙ্গাপুরে যেতে হচ্ছে চিকিৎসার জন্য। এই যে মানসিক অশান্তি, এর চেয়ে রিকশাচালক চাচার মানসিক শান্তি অনেক বেশি।
এ সময় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা বিনা, ডেপুটি মুখ্য সংগঠক মাহমুদা মিতু, কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চলের রাসেল আহমেদ, এনসিপির লালমনিরহাট জেলা সমন্বয়ক রকিবুল হাসানসহ পথসভায় লালমনিরহাট জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র লালমনিরহাটের আয়োজনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পক্ষ থেকে উত্তরাঞ্চলের লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় পথসভা এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার (২৯ মে) লালমনিরহাটের পাটগ্রাম চৌরাঙ্গী মোড়ে, হাতীবান্ধা মেডিকেল মোড়ে, কালীগঞ্জ তুষভান্ডার বাজারে, আদিতমারী বুড়ির বাজারে, সরলখাঁ উচ্চ বিদ্যালয় মাঠে, লালমনিরহাটের মিশন মোড়ে পথসভা এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অপরদিকে বৃহস্পতিবার (২৯ মে) রাত পৌনে ৯টার দিকে রংপুর নগরের সেনপাড়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা হয়। হামলাকারীরা জি এম কাদেরের বাড়ি দ্য স্কাই ভিউয়ের জানালার কাচ ভাংচুর ও একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমানের অভিযোগ, এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা এই হামলার সঙ্গে জড়িত।