লালমনিরহাটের কুর্শামারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব হেমন্ত কুমার বর্মন (রনজিত) স্যার এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুর ১২টায় লালমনিরহাটের কুর্শামারী উচ্চ বিদ্যালয় হলরুমে কুর্শামারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোকুন্ডা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন রিপন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সম্পাদক মোঃ আব্দুল মজিদ মন্ডল, কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম খাঁন, তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকার, কুর্শামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান লিটন। আমন্ত্রিত অতিথি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব মোঃ হামিদুর রহমান। বক্তব্য রাখেন কুর্শামারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (অবঃ) হেমন্ত কুমার বর্মন প্রমুখ। এ সময় লোহাখুচি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন দুদুসহ কুর্শামারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে লালমনিরহাটের কুর্শামারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (অবঃ) জনাব হেমন্ত কুমার বর্মন (রনজিত)কে সম্মাননা স্মারক ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী কুর্শামারী উচ্চ বিদ্যালয়ের সৌজন্যে প্রদান করা হয়।