লালমনিরহাটে ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিন ব্যাপী নানা আয়োজনে মহান মে দিবস-২০২৫ পালিত হয়েছে।
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে লালমনিরহাট শ্রম কল্যাণ কেন্দ্র ও লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়ে।
বর্ণাঢ্য র্যালি শেষে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও লালমনিরহাট জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন নিজ নিজ ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে র্যালিতে যোগ দেয় এবং পরে সবাই লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন।
এরপর লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদ-এঁর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজীব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক। বক্তব্য রাখেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে দর্জি শ্রমিক রেজাউল করিম, ছ’মিল শ্রমিক রফিকুল ইসলাম, খাদ্য গুদাম শ্রমিক রফিকুল ইসলাম, রং মিস্ত্রি শ্রমিক নাজমুল, বিদ্যুৎ শ্রমিক লাভলু হোসেন, ইমারত নির্মাণ শ্রমিক আফসার আলী, লোড-আনলোড শ্রমিক হেলাল হোসেন, খাদ্য গুদাম শ্রমিক লুৎফর রহমান, মানিক, লালমনিরহাট শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার আফরোজা খাতুন, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম প্রমুখ। এ সময় মালিক ও শ্রমিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় শ্রমিকদের অধিকার, মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়ন এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “মে দিবস কেবল একটি দিন নয়, এটি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের দিন। মালিক ও শ্রমিকের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে লালমনিরহাট জেলা শ্রমিক দল কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়ে এক আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এছাড়াও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ আজহারুল ইসলাম প্রমুখ।
এছাড়া ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক উইং জাতীয় নাগরিক পার্টি-এনসিপি লালমনিরহাট জেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহবায়ক কমিটির সংগঠক (উত্তরাঞ্চল) রাসেল আহমেদ।
উল্লেখ্য, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেন। সেই আত্মত্যাগের স্মরণে সারা বিশ্বে এ দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
এ বছর বাংলাদেশে মে দিবসের পাশাপাশি জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসও উদযাপিত হয়েছে।
আলোচনা সভায় লালমনিরহাট জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রমিক আইন, মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন করনীয় বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।