লালমনিরহাটে বার্ষিক মিলাদ, অভিভাবক সমাবেশ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) লালমনিরহাটের তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয় মাঠে তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়।
তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকার-এঁর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অভিজিত চৌধুরী, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, লালমনিরহাট জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম পাটোয়ারী সাজু, বাংলাদেশ স্কাউটস রংপুর বিভাগের সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন। বক্তব্য রাখেন তিস্তা খলিলুর খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) মোঃ মমিনুর রহমান প্রমূখ। এ সময় তিস্তা খলিলুর খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা, ছাত্র, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।