বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তুষারপাত মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সেই জাহানারা’র পরিবার মুজিববর্ষের ঘর চেয়ে আবেদন! পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ-এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পূবালী ব্যাংক লিমিটেডের গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত লালমনিরহাট পৌর এলাকাধীন মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত : আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি

আলোর মনি রিপোর্ট
  • প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ১৯১ বার পড়া হয়েছে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটের সাংবাদিক বদিয়ার রহমান সন্ত্রাসী হামলার শিকার  হয়েছে। সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

 

বুধবার ২৯ জুলাই সন্ধ্যায় লালমনিরহাট জেলা শহরের তালুক খুটামারা (বানভাসা) মোড় এলাকায় তার উপর এ হামলা চালানো হয়। আহত সাংবাদিক বদিয়ার রহমান দৈনিক মানব বার্তা পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

 

এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার ছোট ভাই সাইফুল ইসলাম (৩৯)।

 

অভিযোগ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় আসার সময় দেখতে পারেন তার বাসার সামনে পাকা রাস্তায় সাংবাদিক বদিয়ার রহমানের ছেলে সোহানুর রহমান শিশির (২১) কে মারধর করছেন কতিপয় সন্ত্রাসীরা। তার ভাতিজাকে রক্ষার চেষ্ঠা করলে সন্ত্রাসীরা তাকে এলোপাতারি মারধর করেন ও ধারালো ছোড়া দিয়ে আঘাত করে রক্তাক্ত যখম করে। ওই সময় সাংবাদিক বদিয়ার রহমান ছুটে এসে তাদের বাঁচানোর চেষ্ঠা করলে তার উপরও সন্ত্রাসীরা এলোপাতারি মারধর শুরু করে।  বদিয়ার রহমানের আত্মচিৎকারে তার স্ত্রী শিউলি বেগম (৪২) তাদের বাঁচানোর চেষ্ঠা করলে তাকেও মারধর করে শ্লীলতাহানী ঘটায় সন্ত্রাসীরা। এ সময় সাইফুল ইসলামের পকেট থেকে ব্যবসার ৪লক্ষ ৪৮হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এ সময় সাংবাদিকের বাড়িতে প্রবেশ করে ভাংচুর করে প্রাণনাশের হুমকী দিয়ে ছটকে পড়ে সন্ত্রাসীরা। এরপর এলাকাবাসী তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান এবং সাংবাদিক বদিয়ার রহমান গুরত্বর অসুস্থ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

 

এই ঘটনায় লালমনিরহাট জেলার সাংবাদিক মহল তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। তারা এই সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবী জানায়।

 

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102