শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সাপটানা চাইনিজ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত অগ্নিনির্বাপণ যন্ত্র নেই অধিকাংশ বিপণি বিতানে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে নারী শ্রমিকের সংখ্যা পাটগ্রাম থানায় হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি-এনসিপির থানা আক্রমণ করে সাজাপ্রাপ্ত দুই আসামী ছিনতাইয়ের ঘটনায় ৪জন গ্রেফতার লালমনিরহাটে ফল উৎসব-২০২৫ অনুষ্ঠিত লালমনিরহাট জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপির কর্মীকে কারাদণ্ড, প্রতিবাদে থানা ঘেরাও করে হামলা ভাংচুর : ৮ পুলিশসহ আহত অন্তত ২০ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় রিকশাচালক গ্রেফতার চাকরিচ্যুত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি
লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংক পিএলসি বড়বাড়ী শাখা চুরির চেষ্টার ঘটনায় যুবক গ্রেফতার

লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংক পিএলসি বড়বাড়ী শাখা চুরির চেষ্টার ঘটনায় যুবক গ্রেফতার

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১০নং বড়বাড়ী ইউনিয়নস্থ সোনালী ব্যাংক পিএলসি বড়বাড়ী শাখায় সুড়ঙ্গ খুঁড়ে চুরির চেষ্টার ঘটনায় মোঃ রতন (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার (২৯ জানুয়ারি) রাতে লালমনিরহাটের বড়বাড়ী হাট বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে চুরির চেষ্টার ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়।

 

গ্রেফতারকৃত মোঃ রতন বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়ার মোঃ বাদল ব্যাপারীর ছেলে। তাঁর বিরুদ্ধে বগুড়া, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি, অপহরণসহ ১৯টি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।

 

এর আগে সোমবার (২৭ জানুয়ারি) সোনালী ব্যাংক পিএলসি বড়বাড়ী শাখায় ৬ ফুট গভীর গর্ত খুঁড়ে চুরির চেষ্টার ঘটনা ঘটে। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ব্যাংকের নিরাপত্তা প্রহরীদের গর্ত খোঁড়ার বিষয়টি নজরে আসে। এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা মোঃ রাজু মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেন। পাশাপাশি এ ঘটনায় সোনালী ব্যাংক পিএলসি কুড়িগ্রামের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শাহিন আক্তার ভূঁইয়াকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, সোমবার (২৭ জানুয়ারি) রাতে ব্যাংকের নিরাপত্তা প্রহরীর মাধ্যমে খবর পেয়ে কর্মকর্তারা ব্যাংকের ভবনের পেছনের দেয়াল ভাঙা এবং আনুমানিক ৬ ফুট গভীর একটি সুড়ঙ্গ খোঁড়া দেখতে পান। পরে কর্মকর্তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ব্যাংকে ঢুকে ব্যাংকের ভল্ট ও রক্ষিত টাকা অক্ষত দেখতে পান। শুধু ভান্ডারকক্ষের কাগজপত্র এলোমেলো পাওয়া যায়। ভেতরে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। ব্যাংকের কর্মকর্তাদের দৃঢ় বিশ্বাস, অজ্ঞাতনামা চোর বা চোরেরা সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা ৪০মিনিটের মধ্যে ব্যাংকের ভবনের পেছনের দেয়াল ভেঙে মেঝেতে সুড়ঙ্গ খুঁড়ে চুরির চেষ্টা করেছে।

 

বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুর নবী বলেন, গ্রেফতার রতনকে বড়বাড়ী হাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়। তাঁর নাম-পরিচয় সংগ্রহ করে পুলিশের অপরাধ ডেটাবেজে অনুসন্ধান করলে তাঁর বিরুদ্ধে ১৯টি মামলার তথ্য পাওয়া যায়। বড়বাড়ী হাট এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরি করার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর বিরুদ্ধে ৫দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আদালত ৪ ফেব্রুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone