শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত স্ত্রীসহ সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা লালমনিরহাটে ২৭ মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার ডেভিল হান্ট অভিযানে লালমনিরহাটে ছাত্রলীগের সভাপতি আটক লালমনিরহাটে পাথর ভর্তি ট্রাক থেকে গাঁজা উদ্ধার কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আহসান গ্রেপ্তার লালমনিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাটে জন্ম-মৃত্যু নিবন্ধন ফ্রি ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লালমনিরহাটে নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ খ্রি. অনুষ্ঠিত
লালমনিরহাটে তিন সাংবাদিকসহ ৮৭জনের নামে চাঁদাবাজি ও চুরি মামলা

লালমনিরহাটে তিন সাংবাদিকসহ ৮৭জনের নামে চাঁদাবাজি ও চুরি মামলা

লালমনিরহাটে তিন সাংবাদিকসহ ৮৭জনকে আসামি করে চাঁদাবাজি ও চুরির মামলা দায়ের করা হয়েছে।

 

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহানুর ইসলাম সুজন বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় গত ২৬ জানুয়ারি ওই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ২০০ থেকে ২৫০জনকে আসামী করা হয়েছে। মামলা নং ৪১, স্মারক নং৭৯৮(৩)/১)।

 

মামলায় আসামি করা সাংবাদিকরা হলেন, দৈনিক জনবাণীর লালমনিরহাট সদর উপজেলার প্রতিনিধি আমিনুল ইসলাম রকি (২৭), দৈনিক সকালের শিরোনাম ও দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম (২৭) এবং লালমনিরহাট প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার জেলা প্রতিনিধি রাসেল ইসলাম (৩০)।

 

মামলায় উল্লেখ করা হয়, গত ২০২৩ সালের ২ ফেব্রুয়ারী। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা উক্ত দিনে মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজার এলাকায় কাজী সাহেবের বাড়ির সামনে এবং মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ মজিদ মন্ডলের বাড়ির সামনে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালায়। এছাড়া আসামীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও চুরির অভিযোগও আনা হয়েছে।

 

অভিযোগকারী যুবদল নেতা, শাহানুর আলম সুজন দাবি করে বলেন, অভিযুক্তরা মোবাইলে তাকে হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে অব্যাহতভাবে হুমকি দেওয়া হয়েছিলো।

 

তবে মামলায় অভিযুক্ত সাংবাদিক রাসেল হক বলেন, যে ঘটনায় আমাকে আসামি করা হয়েছে- সে ঘটনা সম্পর্কে আমি কিছুই জানিনা। আমাকে হয়রানি করতে এ মামলায় আসামি করা হয়েছে। তিনি এর সুষ্ঠু তদন্ত দাবি করেন।

 

আরেক অভিযুক্ত সাংবাদিক আমিনুল ইসলাম রকি বলেন, আমি সাংবাদিক হিসেবে পেশাদারী দায়িত্ব পালন করতে সেখানে গিয়েছিলাম। ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। যদি জানতাম আমাকে আসামি করা হবে, তাহলে সেখানে যেতাম না।

 

অভিযুক্ত অপর সাংবাদিক শরিফুল ইসলাম বলেন, যে ঘটনার বিষয়ে আমাকে অভিযুক্ত করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে মানহানি ও হয়রানি করার জন্য ওই মামলায় আসামি করা হয়েছে। তিনিও মামলাটির তদন্তের করেন।

 

এ বিষয়ে প্রেসক্লাব লালমনিরহাটের সাবেক সাধারণ আহমেদুর রহমান মুকুল বলেন, সাংবাদিককে হয়রানি করতে এ মামলা করা হয়েছে। যার তার নামে ইচ্ছে মতো মামলা দেওয়া হয়রানি ছাড়া কিছুই নয়। আমরা এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও মামলার সুষ্ঠু তদন্তের দাবী জানাই।

 

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবী বলেন, থানায় দায়ের করা অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ইতমধ্যে মামলার এজাহারনামীয় ১৭জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone