শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে তিস্তা নদী এখন আবাদি জমিতে পরিণত লালমনিরহাট মুক্ত দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠিত লালমনিরহাটে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (ভারপ্রাপ্ত বা চলতি দ্বায়িত্ব)র প্রধান শিক্ষক দিয়ে চলছে প্রাথমিক শিক্ষা! ৬ ডিসেম্বর লালমনিরহাট মুক্ত দিবস বর্ষিয়ান সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনু ছিলেন লালমনিরহাটের সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র জুজুর ভয় লালমনিরহাটে ইরি-বোরো ধানের আদর্শ বীজতলা তৈরীতে ব্যস্ত কৃষক! লালমনিরহাটে শীতকালীন শাক সবজি চাষে ব্যস্ত কৃষকেরা লালমনিরহাটে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত লালমনিরহাটে তিন সাংবাদিককে হেনস্তা ও অশালীন আচরণ করার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ অনুষ্ঠিত
লালমনিরহাটে ফুলে ফুলে বর্ণিল রঙের প্রজাপতি

লালমনিরহাটে ফুলে ফুলে বর্ণিল রঙের প্রজাপতি

লালমনিরহাটে অন্যসব প্রাণীর মতো অস্তিত্ব সংকটে পড়েছে বহুবর্ণিল, অপূর্ব সুন্দর রঙ ও বৈচিত্র্যপূর্ণ পতঙ্গ প্রজাপতি। তবে শীতকালে ফুলের বাগানের ফুলে ফুলে বর্ণিল রঙের প্রজাপতির দেখা মিলেছে।

 

জানা গেছে, ১৫ থেকে ২০হাজার প্রজাতির প্রজাপতি রয়েছে সারা পৃথিবীতে। আর লালমনিরহাটে শীতকালে বিভিন্ন ফুল ফুটলে কিছু প্রজাতির প্রজাপতির উড়াউড়ির দৃশ্য চোখে পড়ে। এমনই দৃশ্য চোখে পড়েছে লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে।

 

লালমনিরহাট থেকে ইতোমধ্যে বিলুপ্তির দ্বারপ্রান্তে প্রজাপতি। পরিবর্তিত পরিস্থিতির কারণে দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে সৌন্দর্যময় নিরীহ প্রকৃতির পতঙ্গ প্রজাপতি ক্রমশ আবাস হারিয়ে বিলুপ্ত হতে চলেছে বরে ধারণ করছেন অনেকেই।

 

অধিকাংশ প্রজাতির প্রজাপতির আয়ুষ্কাল এক থেকে দুই সপ্তাহ। কিছু প্রজাপতি আবার দেড় বছর পর্যন্ত বেঁচে থাকে মর্মে জানা গেছে।

 

প্রজাপতি এক সময় আমাদের দেশে বনে জঙ্গলে, গ্রামে-গঞ্জে প্রচুর দেখা যেত। এখন অনেকটা কমে গেছে। লালমনিরহাটের কিছু কিছু বাড়ির ফুল বাগান ও সবজী ক্ষেতে এখনও অনেক প্রজাপতির দেখা মেলে।

 

গবেষকেরা জানিয়েছেন, প্রজাপতির ডানা অত্যন্ত স্বচ্ছ। এদের ডানা মূলত ‘চিতিন’ নামক এক প্রকার প্রোটিন দিয়ে কয়েকটি স্তরে সাজানো। এই প্রোটিন প্রজাপতির ‘ইক্সোসকিলেটন’ তৈরি করে। প্রজাপতির ডানার স্তরগুলো এতই সূক্ষ্ম যে এর মধ্য দিয়ে সবকিছু দেখা যায়। কয়েক হাজার ক্ষুদ্র আঁশ ডানার স্তরগুলোকে আবৃত করে রাখে।

 

আঁশগুলোতে বিভিন্ন রঙের আলো প্রতিফলিত হয়ে নানা রঙ ধারণ করে। প্রজাপতি পা দিয়ে স্বাদ গ্রহণ করে। স্ত্রী প্রজাপতি বিভিন্ন ধরনের ফুলের গাছে বসে পা দিয়ে পাতার ওপরে ঘষে উদ্ভিদ হতে রস গ্রহণ করে। প্রজাপতির পায়ের পেছনে ‘কেমোট্রিসেপটর’ নামক এক প্রকার সংবেদী অঙ্গ থাকে, যার মাধ্যমে এরা স্বাদ গ্রহণ করে থাকে।

 

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম প্রভৃতি এলাকার বিভিন্ন গ্রামগুলোতে প্রচুর প্রজাপতির দেখা মেলে।

 

বন-গঞ্জল, গাছ-গাছি, ঝোপ-ঝার নির্বিচারে কর্তন করার ফলে প্রজাপতি তাদের আবাস হারিয়ে ফেলছে। এ কারণেও অনেক প্রজাপতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। আসুন প্রজাপতি রক্ষায় সচেতন হই।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone