সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় পার্টির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত গণহত্যা দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইফতার সামগ্রী বিতরণ শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টে সাপটানা একাদশ চ্যাম্পিয়ন হওয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও মা সমাবেশ অনুষ্ঠিত তুষারপাত মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

থানার পাশে সেই আলোচিত মাদক ব্যবসায়ীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে

আলোর মনি রিপোর্ট
  • প্রকাশের তারিখ : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ২৫৩ বার পড়া হয়েছে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: ওরা খুব বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। থানায় মামলা থাকার পরেও পুলিশের সাথে বসে চা পান করে! এমন গল্প আবার অন্যদেরকে বলে আসামীরা নিজেদের ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটায়। লালমনিরহাট সদর থানা থেকে ৫০০মিটার দূরত্ব এলাকার মধ্যে বসবাস করে আসামীরা। তারপরেও সেই আলোচিত মাদক ব্যবসায়ীরা এখনও পুলিশের কাছে ধরা ছোঁয়ার বাইরে।

 

জানা যায়, লালমনিরহাট সদর থানার পাশেই মাদকের বড় একটি চক্র দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছে। তাদের মধ্যে লালমনিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের তিনদীঘি এলাকার মৃত্য আকবর আলীর ছেলে রফিকুল ইসলাম (গোলগোলা) (৪৮), নিউ কলোনী এলাকার মৃত্য খালেক মৃধা ছেলে হানিফ মৃধা (৫০), আবু সাঈদের ছেলে ফরহাদ (২৭), মুসা (২৫) ও আওলাদ হোসেনের ছেলে রেজাউল করিম রিংকু (২৫)। এই মাদক ব্যবসায়ীরা বিভিন্নভাবে মাদক ব্যবসা করে আসছে। পূর্বের ন্যায় করোনা কালেও ঠাকুরের মাল্লিতে জমজমাট মাদক বিক্রি করে আসছে। চলতি বছরের ৩ এপ্রিল এলাকাবাসীসহ সাংবাদিক হেলাল হোসেন কবির মাদক ব্যবসার প্রতিবাদ করে। তারপর ১১ এপ্রিল জেলা শহরের গোশালা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করার সময় সাংবাদিক হেলাল হোসেন কবিরের উপর হামলা এবং জোর পূর্বক ফাঁকা স্ট্রাম্পে স্বাক্ষর নেয় উক্ত ব্যবসায়ীরা। হেলাল হোসেন কবির সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন। হেলাল হোসেন কবির বাদি হয়ে গত ১৯ এপ্রিল রাতে লালমনিরহাট সদর থানায় ৫জনের নাম উল্লেখ্য করে আরও অজ্ঞাত ৮/১০ জনের নামে মামলা করেন। মামলা নং-২১/২২৫। উপরে উল্লিখিত মাদক ব্যবসায়ীরা সবাই উক্ত মামলার আসামী।

 

আরও জানা যায়, মামলা হলেও আসামীরা এখনও ধরা পরেনি। এই নিয়ে চমর ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা। তারা বলেন, একজন সাংবাদিক মাদক ব্যবসায়ীদের হাতে লাঞ্চিত হওয়ার পর পুলিশ অজ্ঞাত আসামিদের তো দূরের কথা নথিভ‚ক্ত আসামীদের এখনও গ্রেফতার করতে পারেনি যা রহস্যজনক।

 

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, এই ধরনের ঘটনা আমার জানা ছিলো না, তবে আসামীরা যেই হোকনা কেন ধরা হবে।

এ বিভাগের আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102