আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিন ফজলুল হক (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার ৪ জুলাই দুপুরের দিকে কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজার কেন্দ্রীয় মসজিদে এ ঘটনা ঘটে। নিহত ফজলুল হক কাকিনা ইউনিয়নের নালা খামার এলাকার বাসিন্দা।
এলাকাবাসী জানান, আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আযানের উদ্দেশ্যে মসজিদে আসেন ফজলুল হক। মসজিদের ২য় তলায় ছাদে লাইন সংযোগের মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছাদে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।
কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক শহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।