বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তুষারপাত মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সেই জাহানারা’র পরিবার মুজিববর্ষের ঘর চেয়ে আবেদন! পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ-এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পূবালী ব্যাংক লিমিটেডের গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত লালমনিরহাট পৌর এলাকাধীন মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে দফায় দফায় ৫দিনের ঝড়ে ব্যাপক ক্ষতি

আলোর মনি রিপোর্ট
  • প্রকাশের তারিখ : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ১১৫ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:

লালমনিরহাটে অাম্পানের প্রভাব দফায় দফায় ৫দিনে চলতি মৌসুমের ফসল, গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে মঙ্গলবারের শিলাবৃষ্টিতে টিনসেটের বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের অাজিজার রহমানের ছেলে নুর অালম ও মোহাম্মদ অালী এবং একই উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর গ্রামের মোছেদ অালীর ছেলে ফারুক অাহম্মেদ জানান, শিলাবৃষ্টিতে টিনের ঘর ফুটা হয়ে ঘরে থাকা অনউপযোগী হয়ে পড়েছে। লকডাউনের কারনে টাকা পয়সার অভাব এতে থাকা ঘরের সমস্যা নিয়ে দুশ্চিন্তাতায় দিন যাপন করছেন। একই অবসস্থা লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায়।  তবে উপজেলা প্রশাসনের উদ্যোগে তালিকা করা হচ্ছে বলে জানা গেছে। লালমনিরহাট জেলা ত্রাণ শাখা সাংবাদিকদের জানান, তালিকা মোতাবেক টিন সরবরাহ করা হবে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো ওই ফুটা হওয়া ঘরে পলিথিন দিয়ে কোন রকম জীবন যাপন করছেন। ভোক্তভোগিরা সরকারের পক্ষ থেকে দ্রুত টিন সাহায্যের অাবেদন করেছেন। অপরদিকে ভারী বর্ষন হওয়ায় পাকা ধান নষ্ট হয়ে গেছে। এছাড়া কোন কোন পাকা ধান ক্ষেত শিলের ডাং লেগে ধান গাছ থেকে দানা ঝুড়ে মাটিতে পড়ে যাওয়ায় কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। চলতি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষক এখন দিশেহারা, দেশে এখন তিন গজব একসাথে হানা দেয়ায় হতাশা অার টেনশনের বোঝা মাথায় নিয়ে জীবন যাপন করছেন এ অঞ্চলের কৃষক বৃষ্টির কারনে ধান ঘরে তুলতে হিমশিমে পড়েছে কৃষক। লালমনিরহাট কৃষি বিভাগ কিছুটা ক্ষতির কথা শিকার করে বলেন, ১০/১৫ দিনের মধ্যে ধান ঘরে তুলতে পারবে কৃষক।

এ বিভাগের আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102