লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেলওয়ে স্টেশনে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক সংঘর্ষে ১০জন আহত হওয়ার ঘটনার ঘটেছে।
শনিবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রেলওয়ে স্টেশন সামুটারী এলাকায় আর্জেন্টিনার পতাকা চুরি যাওয়া নিয়ে আর্জেন্টিনার সমর্থক আব্দুল্লাহ আল মামুন এর সাথে ব্রাজিলের সমর্থক কফি আনানের বাক বিতান্ডা হয়। এ সময় আর্জেন্টিনার সমর্থক দারা খন্দকার ব্রাজিল সমর্থক আখলাককে ধাক্কা মারে। উভয় পক্ষের হাতাহাতি শেষ পর্যন্ত সংঘর্ষ রূপ নেয় এতে ব্রাজিল সমর্থক ৩জন, আর্জেন্টিনার ১জনসহ মোট ৪জন আহত হয়।
এ খবর পেয়ে ব্রাজিল সমর্থকদের আত্মীয় স্বজন ও সওদাগর পাড়া এলাকার ২০/২৫জনের একটি গ্রুপ এসে আর্জেন্টিনার সমর্থকদের উপর হামলা করে। এতে ৬জন গুরত্বর আহত হয়। আহত ২জনের অবস্থা গুরত্বর হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে ৩জন ব্রাজিল সমর্থক এবং ১জন আর্জেন্টিনা সমর্থক রয়েছে।
আহতরা হলেন- নজরুল ইসলামের পুত্র (১) আজিম হোসেন (২৯), জসিম উদ্দিনের পুত্র (২) বায়তুল ইসলাম (১৮) তারেক খন্দকারের পুত্র (৩) দারা খন্দকার (২৫) মৃত আছগার আলীর পুত্র (৪) মামুন, জয়নাল আবেদীনের পুত্র (৫) আজিজার রহমান জুয়েল (৩০), পিতাঃ অজ্ঞাত ৬৷ আরিফুল তোকদার (২৮), মোখলেছুর রহমান মুক্তার পুত্র (৭) কফি আনান (২১), মোজাম্মেল হকের পুত্র (৮) আখলাক (১৯) সামছুল ইসলামের পুত্র (৯) মজিবুল ইসলাম (১৯) এবং পিতা অজ্ঞাত ১০৷ জাহের।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান, তিস্তা রেল স্টেশন এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা শুনার পর পুলিশ পাঠিয়ে এলাকা শান্ত করা হয়েছে, এখন কোন অঘটন ঘটার সুযোগ নেই, তিস্তায় পুলিশ টহল দিচ্ছে, কয়েক জন আহতের ঘটনা শুনেছি।
এখনো কোন পক্ষ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আমরা ব্যাবস্থা নিব।
সদর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান সুজন খবর পেয়ে আহত উভয় দলের সমর্থকদের দেখতে হাসপাতালে ছুটে যান। তিনি এসময় তাদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং উভয় দল কে শান্ত থাকার অনুরোধ করেন।