শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে ক্যাম্পেইন, ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে পদত্যাগের ঘোষণা ইউপি সদস্যদের লালমনিরহাটে পাহাড়ি কলার বাম্পার ফলন পুলিশের বিরুদ্ধে হয়রানি ও ঘুষ গ্রহণের অভিযোগ, ব্যবস্থা নেয়নি পুলিশ সুপার বিলুপ্তির পথে তিস্তা ও ধরলা নদীর সুস্বাদু বৈরালি মাছ লালমনিরহাটে বাংলাদেশ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন ঐতিহ্যবাহী শ্যামাপুজা (বুড়ির মেলা)কে ঘিরে সীমান্তে দু’দেশের মানুষের মিলন মেলা তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে- স্তব্ধ রংপুর কর্মসূচির ডাক কিশোরী ফুটবল টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সম্ভাবনা ও উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা তারুণ্যের ভাবনা অনুষ্ঠিত
মূল অভিযোগপত্র পরির্বতন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মূল অভিযোগপত্র পরির্বতন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

হেলাল হোসেন কবির: লালমনিরহাটের কালীগঞ্জ থানার এজাহারকৃত মূল অভিযোগপত্র পরির্বতন করে মামলা রেকর্ড করার প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড অফিস হল রুমে এক ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছেন।

 

উক্ত সংবাদ সম্মেলন লেখিত বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের পক্ষে শাহজাহান গনি।

 

বক্তব্যে বলা হয়, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরত মদাতী গ্রামের মোঃ মনছের আলীর স্ত্রীকে গত ২৯/১২/২০২১ইং সন্ধ্যা ০৬.৩০ঘটিকায় একই গ্রামের বিবাদী মোঃ মমিদুল ইসলাম, পিতা- মোঃ মেছের আলী, বিবাদী মোঃ আনারুল, পিতা- মোঃ রমজান আলীদ্বয় ঘরে প্রবেশ করিয়া মুখ চেপে ধরে ঘাড়ে করিয়া বাহিরে নিয়া গিয়া মুখ ও হাত পা বাধিয়া ধর্ষনের চেষ্টা করে।

 

এমতাবস্থায় তার গোঙ্গানী শুনিয়া পাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে আসিলে উক্ত বিবাদীগণ ঘটনাস্থল হইতে পালাইয়া যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে মনছের আলীর স্ত্রী বাদী হইয়া উক্ত বিবাদীগণের নামে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একখানা অভিযোগ দায়ের করে। সেখানে পরবর্তীকালে কালীগঞ্জ থানা প্রশাসন উপর মহলের এবং এলাকার প্রভাবশালী মহলের কূচক্রের কারনে মূল অভিযোগখানা পরিবর্তন করে মামলা রেকর্ডভূক্ত করেন। যাহার মামলা নং- ৪০/২১, তাং- ২৯/১২/২০২১ইং ও স্বারক নং- ৩২৪৬(৩)-১।

 

বক্তব্যে আরও বলা হয়, দায়ের করা অভিযোগ থেকে ঘরে ঢুকে মুখ ও হাত পা বাধা বিষয়টি বাদ দেওয়া হয়। যাহা ঘটনার বিপরীত। তাছাড়া মামলা পরবর্তী বিবাদীগণ মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি ও হুমকী প্রদর্শন কালীগঞ্জ থানায় উক্ত বিবাদীগণের নামে ১০৭ ধারা মতে আরেকটি অভিযোগ দায়ের করা হয়। উক্ত ১০৭ ধারা অভিযোগটি তদন্ত কিংবা বারবার রিসিভ কপি চাওয়ার পরেও আজও পর্যন্ত কালীগঞ্জ থানা প্রশাসন দিচ্ছে না। এমতাবস্থায় সর্বক্ষণ বিবাদীগণের ভয়ে ও অজানা আশংকায় দিন কাটাচ্ছি।

 

পরিবারটি সাংবাদিকদের নিকট আকুল আবেদন করে বলেন, কেন আমার অভিযোগখানা পরিবর্তন করিয়া কালীগঞ্জ থানা প্রশাসন আমার মামলাটি রেকর্ড করেন এবং আসামীদের গ্রেফতার করিতেছেন না তাই আপনাদের লিখুনির মাধ্যমে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নিকট আমার সুষ্ঠু বিচার প্রত্যাশা করছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone