লালমনিরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাটের মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্ত ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখার আয়োজনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সার্বিক সহযোগিতায় এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি। এ সময় মোগলহাট ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করে আসছে। শীত মৌসুমে দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট লাঘবে এ ধরনের সহায়তা অত্যন্ত প্রয়োজনীয় ও তাৎপর্যপূর্ণ।
তিনি আরও বলেন, বিজিবি ভবিষ্যতেও সমাজকল্যাণ মূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
উল্লেখ্য যে, শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ২শত ৭০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়।