শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় গরু, ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ অস্ত্রসহ শিবিরের বহিষ্কৃত নেতাকে আটক করেছে বিজিবি বৈশাখী টেলিভিশন ২১তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পর্যালোচনা অনুষ্ঠিত জ্বালানি অপরাধিদের বিচারের দাবিতে ক্যাব-এর মানববন্ধন অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনের রাজনৈতিক দলের ১৫ ও স্বতন্ত্র ৫ সহ ২০টি মনোনয়নপত্র গ্রহণ বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সরিষার খেতে ফুলের সমারোহ কনকনে ঠান্ডায় ঘর থেকে বাহির হচ্ছেন না মানুষ ‎ভারত নয়, বাংলায় এবার অন্য ঢেউ ১৫ বিজিবি’র অপারেশনে ভারতীয় জিরা ও কাপড় এবং মাদকদ্রব্য জব্দ
অস্ত্রসহ শিবিরের বহিষ্কৃত নেতাকে আটক করেছে বিজিবি

অস্ত্রসহ শিবিরের বহিষ্কৃত নেতাকে আটক করেছে বিজিবি

অস্ত্রসহ আতিক হাসান (২৫) নামের শিবিরের এক বহিষ্কৃত নেতাকে আটক করেছে বিজিবি।

‎লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)র অভিযানে দেশীয় অস্ত্রসহ  ওই যুবক আটক হয়। তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্র শিবিরের বহিষ্কৃত সাবেক সভাপতি এবং উপজেলার সীমান্তপাড়া নামক এলাকার বজলার রহমানের ছেলে।

‎শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিজিবি তার বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় সোপর্দ করেছেন। এর আগে শনিবার ভোরে জেলার পাটগ্রাম উপজেলার তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনস্থ পঁয়ষট্টিবাড়ী বিওপির একটি টহল দল ওই অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

‎বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত মেইন পিলার-৮৪৬ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার আউলিয়ার হাট নামক স্থানে সন্দেহভাজন কয়েকজনকে দেখে অভিযান চালায় বিজিবি। এ সময় আতিক হাসানকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরও ২জন পালিয়ে যান। আটক আতিকের কাছ থেকে ২ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় ধারালো ছুরি এবং একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

‎স্থানীয় সূত্র জানায়, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্ত দিয়ে ভারতে চোরাচালান করতে গিয়ে তিনি বিজিবির হাতে ধরা পড়েন। অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া ২ ব্যক্তি হলেন— মোঃ জুলফিকার আলী (৩৫) ও মোঃ রহিদুল (৪২)।

‎বিজিবি জানিয়েছে, তাদের পূর্ণাঙ্গ ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎পাটগ্রাম পূর্ব থানা শাখা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আলমগীর খোরশেদ জানান, বিজিবির হাতে আটক সাবেক শিবির নেতা আতিক হাসানের সঙ্গে গত ৪বছর থেকে সংগঠনের কোন সম্পর্ক নেই। দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে তাকে ২০২১ সালে দলীয় পথ থেকে বহিষ্কার করা হয়েছে।

‎পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, বিজিবি আটক আতিক হাসানের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানোর হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone