লালমনিরহাটে “সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ কর” প্রতিপাদ্যকে সামনে রেখে দিপু চন্দ্র দাস ও আয়েশা আক্তার-কে নৃশংসভাবে হত্যা, উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার, বিশিষ্ট সাংবাদিক নুরুল কবিরের উপর হামলা, অগ্নিসংযোগকারী এবং মব সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে- বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাটের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি লালমনিরহাট জেলা কমিটির সভাপতি কমরেড অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি লালমনিরহাট জেলা কমিটির সদস্য কমরেড অ্যাড. রফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. মধুসূদন রায় মধু, বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট জেলা কমিটির সভাপতি গোপাল চন্দ্র রায়, বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নবীন্দ্রনাথ রায় প্রমুখ। এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।