শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জলবায়ু জনিত দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর উদ্যোগে কম্বল বিতরণ ট্রেন বরাদ্দ না পেয়ে রেল স্টেশনে অবস্থান কর্মসূচী ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ২জন আসামী আটক বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান দ্বিতীয় আইটিএফ তায়কোয়নদো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ–২০২৫ অনুষ্ঠিত আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত ‎সীমান্তে বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হওয়ার গুজব ছড়িয়ে পড়া সম্পর্কে যা জানালো বিজিবি ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় গরু, জিরা, চিনি ও অন্যান্য মালামাল জব্দ ‎পৌর সার্ভিস এসোসিয়েশন লালমনিরহাট পৌর ইউনিট নির্বাচনে নব নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দ্বিতীয় আইটিএফ তায়কোয়নদো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ–২০২৫ অনুষ্ঠিত

দ্বিতীয় আইটিএফ তায়কোয়নদো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ–২০২৫ অনুষ্ঠিত

দেশের মার্শাল আর্ট অঙ্গণে আরেকটি গৌরবময় অধ্যায়ে যুক্ত হলো “দ্বিতীয় আইটিএফ তায়কোয়নদো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ–২০২৫” আয়োজনের মাধ্যমে।

‎গত সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আজিজ সড়কে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের নর্দ্দা ক্যাম্পাস প্রাঙ্গণে অত্যন্ত সুশৃঙ্খল, সফল ও উৎসব মুখর পরিবেশে এ জাতীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।

‎তায়কোয়নদো ফেডারেশন অব বাংলাদেশ (আইটিএফ)-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ১৫টি জেলা থেকে আগত শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা বিভিন্ন ক্যাটাগরীতে তাদের দক্ষতা, শৃঙ্খলা ও কৌশল প্রদর্শণ করে দর্শক ও অতিথিদের দৃষ্টি আকর্ষণ করেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুলতানা ইয়াসমীন।

‎তিনি তাঁর বক্তব্যে বলেন, তায়কোয়নদো’র মতো শৃঙ্খলাভিত্তিক খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে। তিনি এ ধরনের জাতীয় আয়োজন নিয়মিতভাবে আয়োজনের আহ্বান জানান।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল রইস উদ্দিন আহমেদ, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনিসউর রহমান আনিস, ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক।

‎অতিথিবৃন্দ তরুণদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ প্রদান করেন এবং আয়োজকদের আন্তরিক প্রশংসা করেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ঢাকার অধ্যক্ষ বাগ্ময়ী দত্ত।

‎তিনি তাঁর সভাপতির বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার অবিচ্ছেদ্য অংশ এবং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন আন্তর্জাতিক আম্পায়ার এবং তায়কোয়নদো ফেডারেশন অব বাংলাদেশ (আইটিএফ) এর প্রেসিডেন্ট সান্ত্বনা রানী রায়।

‎তিনি আইটিএফ তায়কোয়নদো’র আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং এই জাতীয় চ্যাম্পিয়নশিপকে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের তায়কোয়নদো-কে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

‎দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মেডেল ও সম্মাননা প্রদান করা হয়।

‎প্রধান অতিথি সুলতানা ইয়াসমীন বিজয়ীদের হাতে মেডেল তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

‎সার্বিকভাবে, দ্বিতীয় আইটিএফ তায়কোয়নদো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ–২০২৫ দেশের তায়কোয়নদো অঙ্গণে একটি সফল ও স্মরণীয় আয়োজন হিসেবে প্রশংসিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone