লালমনিরহাটে “বিদ্যালয়ে যাওয়া শিশুর কাজ, কেউ রবে না বাইরে আজ” স্লোগান নিয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ সমাপনী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ পাঠ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক মোঃ মাসুদ রানা রাশেদ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম। বক্তব্য রাখেন কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ ফরিদা ইয়াসমিন বসুনিয়া, মোছাঃ সুলতানা রাজিয়া, সুমিতা রানী রায়, মোছাঃ সোমা বেগম, লুনা পারভীন, অভিভাবক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ হযরত আলীসহ ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।