শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পৌর সার্ভিস এসোসিয়েশনে যাঁরা নির্বাচিত হলেন! পৌর সার্ভিস এসোসিয়েশন লালমনিরহাট পৌরসভা ইউনিটের নির্বাচন সম্পন্ন বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক ২০ বছরের জার্নি! হোটেল প্যাকেটিংয়ে বিপ্লব এনেছে মুক্তি মজুমদারের ‘শুভেচ্ছা প্যাকেট বিতান’ আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দসহ ১জন আসামী আটক এইজ গ্রুপ ক্রিকেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ পাকা ধান কেটে কৃষকের পাশে কৃষক দল
পৌর সার্ভিস এসোসিয়েশনে যাঁরা নির্বাচিত হলেন!

পৌর সার্ভিস এসোসিয়েশনে যাঁরা নির্বাচিত হলেন!

লালমনিরহাটে পৌর সার্ভিস এসোসিয়েশন লালমনিরহাট পৌরসভা ইউনিট নির্বাচন/২০২৫ ভোটারদের ব্যাপক উপস্থিত, উৎসব, উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট পৌরসভার পৌর বিচার শাখা কক্ষ ভোট গ্রহণ কেন্দ্রে এ ভোট অনুষ্ঠিত হয়।

 

দীর্ঘ দিন পর লালমনিরহাট পৌরসভা ইউনিট নির্বাচনে পৌর সার্ভিস এসোসিয়েশনের সদস্যরা উৎফুল্ল। তাঁদের মাঝে গণতান্ত্রিক ব্যবস্থায় সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বিশ্বাস ও আস্থা ফিরে এসেছে। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর, তথ্য ও প্রচার সম্পাদক, কার্যকরী সদস্যের প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

পৌর সার্ভিস এসোসিয়েশনের সদস্য ও সর্বোপরি পৌর সার্ভিস এসোসিয়েশন নির্বাচন-২০২৫ লালমনিরহাট পৌরসভা ইউনিটের প্রধান নির্বাচন কমিশন মোঃ আতিকুর রহমান, নির্বাচন কমিশনার ডাঃ শরীফ মোঃ বজলুল হক, হরানন্দ রায়, মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারী-এঁর যোগ্য পরিচালনায় শান্তিপূর্ণ ভাবে সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পৌর সার্ভিস এসোসিয়েশন লালমনিরহাট পৌর ইউনিটের ভোটার সংখ্যা ছিল ৪৮জন। তন্মধ্যে ৪৮জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

পৌর সার্ভিস এসোসিয়েশন লালমনিরহাট পৌরসভা ইউনিট নির্বাচন/২০২৫ এর প্রাপ্ত ভোট ও ফলাফল নিম্নরুপ: পৌর সার্ভিস এসোসিয়েশন লালমনিরহাট পৌরসভা ইউনিট নির্বাচনে সভাপতি পদে এ.এস.এম আশরাফুজ্জামান তালুকদার ২৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ আখতারুজ্জামান ২১টি ও শ্যামলী বণিক ২টি ভোট পেয়েছেন। সহ-সভাপতি মুহাঃ আবুল কালাম আজাদ, মোঃ আশরাফুর রহমান। সাধারণ সম্পাদক পদে কৌশিক রায় ২৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ আনোয়ার হোসেন ২০টি ও দিলীপ চন্দ্র রায় ৩টি ভোট পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মিঠু। সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন। কোষাধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম। দপ্তর, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ আব্দুর রহমান। কার্যকরী সদস্য মোঃ হাচিনুর ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ ময়না।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone