লালমনিরহাটে “চলো আলোর পথে…” স্লোগান নিয়ে ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের শিক্ষার গুণগতমান উন্নয়নে রচনা, সাধারণ জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা ৩০মিনিটে লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের মুক্ত মঞ্চে ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীগণের সংগঠন ইমপালস্ ফর এডুকেশনের আয়োজনে এ রচনা, সাধারণ জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসুল মন্ডল-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (অ.দা.) রুখসানা পারভীন। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আবু হোরায়রা, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সুজন কুমার সরকার। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসের কোষাধ্যক্ষ মোঃ নুরনবী, প্রাক্তণ শিক্ষার্থী শাহ জালাল, ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মজিদ মন্ডল, ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রাণী সরকার প্রমুখ। এ সময় ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও ইমপালস্ ফর এডুকেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।