লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে কয়েকটি গ্রাম। এতে শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্তসহ ঘরের টিন ও ইটের আঘাতে ৩জন আহত হয়েছেন।
রোববার (৫ অক্টোবর) সকাল ৮টা ৩০মিনিটের দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের কয়েকটি গ্রামের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়। এ সময় অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। ঘর-বাড়ি বিধ্বস্ত হওয়ার ফলে খোলা আকাশের নিচে অবস্থান করছেন বহু পরিবার।
ঝড়ে আহতরা হলেন- বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) এবং শহিদুল ইসলাম (৪৬)। আহতদের তাৎক্ষণিক লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঝড়ের প্রত্যক্ষদর্শী মোঃ শাহিনুর রহমান বলেন, সকাল থেকে মাঝারি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি চলাকালীন আকস্মিক প্রবল বাতাস বইতে শুরু করে। কয়েক মিনিটের ঝড় বাতাসের কারণে টিনশেড ঘর ও আধা পাকা বিল্ডিং, ঘর-বাড়ি ও গোডাউন ভেঙে গেছে। এই ঘূর্ণিঝড় অল্প সময়ে স্থায়ী ছিলো। তবে আরও বেশি সময় থাকলে কয়েকগুণ ক্ষতি হতো।
ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন বলেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আশা করি তারা দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসবেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জাকিয়া খাতুন বলেন, ঘূর্ণিঝড়ে ঘর-বাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত দল পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি হচ্ছে। তাদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য যে, ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনও খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবীরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।