লালমনিরহাটের কালীগঞ্জে বিএসটিআই’র মোবাইল কোর্ট ৩টি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসন এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর যৌথ উদ্যোগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে- মেসার্স রওশন ফিলিং স্টেশন প্রতিষ্ঠানকে প্রতি ১০লিটার অকটেনে ১০০মিলি কম দেয়ায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” অনুযায়ী ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং যতীন এন্ড সন্স প্রতিষ্ঠানকে দই ও মিষ্টি পণ্যের পণ্য মোড়কজাত লাইসেন্স না থাকায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” অনুযায়ী ৩,০০০/- (তিন হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয় ও মান্নান এন্ড সন্স প্রতিষ্ঠানকে প্রতি কেজি মিষ্টিতে ৪০গ্রাম কম দেয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” অনুযায়ী ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়াও কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে মাছ, মাংস ও সবজির দোকান পরিদর্শন করে ওজন যন্ত্রসমূহ যাচাই করা হয় এবং সকল ওজন যন্ত্রসমূহের পরিমাপ সঠিক পাওয়া যায় এবং সেগুলো বিএসটিআই কর্তৃক ভেরিফিকেশন করে নেয়ার পরামর্শ প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহদি ইমাম এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর অফিসের কর্মকর্তা খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি)। আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ জুলকারনা-ইন, ফিল্ড অফিসার (সিএম)।
বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর জানান, জনস্বার্থে বিএসটিআই রংপুর’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।