লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার অটোরিক্সা চালক রায়ফুল ইসলাম ওরফে পিস্তল হত্যা মামলার প্রধান আসামীকে র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৩০মিনিটে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ রংপুরের সিপিএসসি ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-০৪, মিরপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল ঢাকা মহানগর ক্যান্টনমেন্ট থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে আসামী মোঃ মাহফুজার রহমান মামুন (৪২) কে আটক করে। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রামের বাসিন্দা।
বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, নিহত রায়ফুল ইসলাম একজন অটোরিক্সা চালক ছিলেন। নিখোঁজ হওয়ার ২দিন পর গত ২০ আগস্ট লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জামবাড়ি পাড়ার পূর্বদিকে সতী নদীর পশ্চিম তীরে তার লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে। এরপরই র্যাব গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।