লালমনিরহাটে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ শরীফ উদ্দিন বুধবার (২৫ জুন) লালমনিরহাট শহরের শ্রীশ্রী গৌরী শংকর গোশালা সোসাইটি চত্ত্বর প্রাঙ্গণে অবস্থিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা কার্যালয়ে মতবিনিময় সভা করেছেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ শরীফ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অধ্যাপক শৈলেন্দ্র কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরালাল রায়, লালমনিরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি শ্রী গুরু চরণ রায় প্রমুখ।
মতবিনিময় সভার শেষে নর সুন্দর বিষ্ণু চন্দ্র শীলের স্ত্রী দিপ্তী রানী শীল গত রোববার (২২ জুন) এর ঘটনার বিবরণ তুলে ধরেন। এ সময় তিনি তার শ্বশুর ও স্বামীকে নির্দোষ দাবি করে তাদের মুক্তির দাবি করেন।
বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ শরীফ উদ্দিন মতবিনিময় সভা শেষে লালমনিরহাট শহরের গোশালা বাজারের হানিফ পাগলার মোড় এলাকায় অবস্থিত ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় মামলার বাদী মোঃ আব্দুল আজিজ এবং ঘটনার অন্যতম স্বাক্ষী মোঃ নাজমুল ইসলাম গত শুক্রবার (২২ জুন) দুপুরের ঘটনার বর্ণনা দিয়ে ঘটনার জন্য নর সুন্দর শ্রী পরেশ চন্দ্র শীল ও তার ছেলে শ্রী বিষ্ণু চন্দ্র শীলকে দায়ী করে তাদের কঠোর শাস্তি দাবি করেন।
আজ বুধবার (২৫ জুন) ঘটনাস্থল পরিদর্শন শেষে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, সামাজিক দায়বদ্ধ থেকে তৌহিদি মুসলিম জনতাসহ সর্বস্তরের মানুষ তাঁদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার কথা বলেছে। পরিবারের সদস্যদের প্রতি কারও কোনো অভিযোগ নেই। তাই তাঁদের নিরাপত্তাহীনতারও কিছু নেই।