লালমনিরহাট সদর উপজেলায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি ও তার ছেলেকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- শ্রী পরেশ চন্দ্র শীল (৬৯) ও তার ছেলে শ্রী বিষ্ণু চন্দ্র শীল (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২২ জুন) দুপুর ২টার দিকে লালমনিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের হানিফ পাগলার মোড়ে শ্রী পরেশ চন্দ্র শীলের মালিকানাধীন একটি সেলুনে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সেলুনে চুল কাটাতে যাওয়া এক তরুণ মুসল্লিকে ইসলাম ধর্ম ও নবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন শ্রী পরেশ চন্দ্র শীল।
স্থানীয় আরও একজন কিশোরও এক মাস আগে একই ধরনের মন্তব্য শুনেছেন বলেও অভিযোগ করেছেন। এসব অভিযোগ জানাজানি হলে দুপুরে উত্তেজিত লোকজন ওই সেলুনে উপস্থিত হয়ে ২জনকে ধরে ফেলে।
খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাবা-ছেলেকে থানায় নিয়ে যায়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।