শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ছেলেটি কি তার পরিবারের সন্ধান পাবেনা

ছেলেটি কি তার পরিবারের সন্ধান পাবেনা

চট্টগ্রাম থেকে পথ হারিয়ে লালমনিরহাটে এসেছে একটি ছোট ছেলে।

 

রোববার (৩ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট মিশন মোড়ের বাস স্ট্যান্ডে ঘুরাফেরা করার সময় স্থানীয়রা ছেলেটি পরিচয় জানতে চাইলে ছেলটি জানায় সে পথ হারিয়ে লালমনিরহাটে এসেছে। পরে তারা লালমনিরহাট সদর থানায় খবর দিলে সেখানে পুলিশ ছেলেটাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

রাতে ছেলেটার সাথে কথা হলে সে বলে চট্টগ্রামে আমার নানি বাসে তুলে দিয়েছিল ঢাকা মিরপুর ১০ নামার জন্য। ভুল বাস চালাক ভুল করে লালমনিরহাটে নিয়ে এসেছে।

 

তার পরিচয় জানতে চাওয়া হলে সে বলে মিরপুর ১০ এর কলাবাগান অথবা কলাবাজার এলাকার বস্তিতে তার বাড়ি। তবে বাড়ির পাশে রেলওয়ে স্টেশন রয়েছে, তার নাম আমিন সিকদার, বাবার নাম ইউসুফ সিকদার, দাদার নাম মৃত্যু দেলোয়ার হোসেন। এর বাহিরে সে তেমন কিছু বলতে পারে না।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, ছেলেটার পরিবারের সন্ধানে জন্য আমরা মিরপুর থানায় যোগাযোগ করেছি, সেখান থেকে ছেলেটার কথা মতো তার পরিবারের তেমন কোন তথ্য পাওয়া যাচ্ছে না, তবে তার পরিবারের খোঁজ পেলেই ছেলেটিকে তার পরিবারের হাতে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone