আনিসুল হক:
ধন্যবাদ, বন্ধুরা। ধন্যবাদ, খোদাতালা। ধন্যবাদ, সবাইকে। ধন্যবাদ, আব্বা-আম্মাকে। ধন্যবাদ স্ত্রী-কন্যাকে। ধন্যবাদ, ভাইবোন, ভাইবেরাদারদের। ধন্যবাদ, যারা যারা আমাকে ভালোবাসা, আশ্রয়প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। জানি না, কতদিন বাঁচব। শুধু করোনা বা কোভিডের কারণে না। যে কোনো সময়ই তো যে কেউ মারা যেতে পারে। রোজ তো কুড়ি জন এদেশে মারা যায় সড়ক দুর্ঘটনায়। বছরে প্রায় পাঁচ-সাত হাজার। এতদিন যে বেঁচে ছিলাম, এ জন্যই তো কৃতজ্ঞতা জানানো উচিত ভাগ্যের প্রতি, ভাগ্যবিধাতার প্রতি। এবং খুব সুন্দর জীবন পেয়েছি। খুব সুন্দর দেশে জন্মেছি, খুব সুন্দর সুন্দর মানুষের সঙ্গে জীবন কাটিয়েছি, চেনা-অচেনা বহু মানুষের ভালোবাসা পেয়েছি, অশোধ্য ঋণের বন্ধনে আবদ্ধ হয়েছি। এই আকাশ সুন্দর, এই বাতাস সুন্দর। এই ফুল সুন্দর, এই ফল সুন্দর। অনেক তোমার খেয়েছি গাে অনেক নিয়েছি মা। তবু জানি নে তো কীবা তোমায় দিয়েছি মা। দোয়া করেন যেন আরো অনেকদিন সুস্থ্য দেহে সুস্থ্য মন নিয়ে মান সম্মানের সঙ্গে বাঁচতে পারি। কিন্তু এখনই যদি যেতে হয়, মনে রাখবেন, কোনো খেদ নেই। আমি কৃতজ্ঞ। খুব সুন্দর একটা জীবন, খুব আনন্দের একটা জীবনই যাপন করে গেলাম। একটা জীবন পেয়েছিলাম, মানুষের জীবন, এর চেয়ে সৌভাগ্যের আর কীই বা হতে পারত। থ্যাংক, গড। অ্যান্ড আই থ্যাংক ইউ অল। এটা কোনো বিদায়ী সম্ভাষণ না। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারাও সবাই ভালো থাকুন। সুস্থ্য থাকুন। সুখে থাকুন। নিরাপদ থাকুন। আনন্দে থাকুন। দীর্ঘ সুন্দর জীবনের অধিকারী হোন। এই দোয়া করি।
লেখক : সাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক, কিআ।
★Anisul Hoque-ফেসবুক থেকে।